কার্টাগোনা প্রোটোকল হলো- 

A শিশু অধিকার চুক্তি

B ইরাক পুনর্গঠন চুক্তি

C যুক্তরাষ্ট্র মেক্সিকো চুক্তি

D জাতিসংঘের জৈব নিরাপত্তা চুক্তি

Solution

Correct Answer: Option D

- কার্টাগোনা প্রোটোকল হলো জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
- এর পূর্ণ নাম "Cartagena Protocol on Biosafety to the Convention on Biological Diversity"।
- এটি ২০০০ সালের ২৯ জানুয়ারি কানাডার মন্ট্রিলে স্বাক্ষরিত হয় এবং ২০০৩ সালের ১১ সেপ্টেম্বর কার্যকর হয়।
- এই প্রোটোকলের মূল উদ্দেশ্য হলো জীবপ্রযুক্তি ব্যবহার করে তৈরি করা জীবের (Living Modified Organisms - LMOs) পরিবেশগত ঝুঁকি হ্রাস করা এবং জৈববৈচিত্র্য রক্ষা করা।
- এটি জীবপ্রযুক্তি ও পরিবেশের মধ্যে ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- বাংলাদেশ এই প্রোটোকলে ২০০০ সালে স্বাক্ষর করে এবং ২০০৪ সালে অনুমোদন দেয়।

সূত্র: কনভেনশন অন বায়োলজিক্যাল ডাইভার্সিটি ওয়েবসাইট

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions