রাশেদ এবং শোভন দুজনে ব্যবসায় থেকে ৩: ২ টাকা লাভ নেয়। দরিদ্র তহবিলে তাদের লাভের ৫% টাকা দান করে দেওয়ার পর রাশেদ মোট ৮৫৫ টাকা পেলো। তাদের মোট কত টাকা লাভ হয়েছিলো?

A 1576

B 1550

C 1505

D 1500

Solution

Correct Answer: Option D

মনে করি, মোট লাভ = ১০০ টাকা
Charity তে দান করার পর রাশেদের লাভ = {৩/(৩+২)} × ৯৫ 
= (৩/৫) × ৯৫
= ৫৭ টাকা

এখন,
রাশেদের লাভ ৫৭ টাকা হলে মোট লাভ = ১০০ টাকা
রাশেদের লাভ ১ টাকা হলে মোট লাভ = ১০০/৫৭ টাকা
রাশেদের লাভ ৮৫৫ টাকা হলে মোট লাভ = (১০০ × ৮৫৫)/৫৭ = ১৫০০ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions