ঢাকায় কবে প্রথম সাফ গেমস অনুষ্ঠিত হয় ?

A ১৯৮৪

B ১৯৮৫

C ১৯৮৬

D ১৯৮৭

Solution

Correct Answer: Option B

• প্রথম সাফ গেমস (বর্তমানে সাউথ এশিয়ান গেমস বা এসএ গেমস) ১৯৮৪ সালে অনুষ্ঠিত হয় নেপালের রাজধানী কাঠমান্ডুতে ।
• এ গেমসে বাংলাদেশ দুটি স্বর্ণপদক জয় করে।
• এ গেমস সার্কের আনুষ্ঠানিক যাত্রার আগে অনুষ্ঠিত হয়।
• ঢাকায় এ গেমস হয় ১৯৮৫ ও ১৯৯৩ এবং কলম্বোতে ১৯৯১ সালে।
• কাঠমান্ডুতে দ্বিতীয়বার ১৯৯৯ সালে সাফ গেমস হয়।
• ভারতের কলকাতায় (১৯৮৭) ও মাদ্রাজে (১৯৯৫) এ গেমস অনুষ্ঠিত হয় ।
• দশম সাফ গেমস অনুষ্ঠিত হয় ২০০৬ সালে শ্রীলঙ্কার কলম্বোতে ।
• ত্রয়োদশ সাফ গেমস অনুষ্ঠিত হয় ১-১০ ডিসেম্বর ২০১৯ নেপাদের কাঠমান্ডু ও পোখরায়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions