GMT বা গ্রিনিচমান সময়ের সাথে বাংলাদেশের সময়ের পার্থক্য কত ঘণ্টা ?

A ৬ ঘণ্টা

B ৮ ঘণ্টা

C ১০ ঘণ্টা

D ৫ ঘণ্টা

Solution

Correct Answer: Option A

গ্রিনিচ (greenwitch) মানমন্দির যুক্তরাজ্যের রাজধানীর লন্ডনে অবস্থিত। এ মন্দিরে রয়েছে 'বিগবেন' নামক ঘড়িটি। ১৬৭৫ সালে রাজা দ্বিতীয় চার্লস লন্ডনের গ্রিনউইচে একটি মানমন্দির নির্মাণের নির্দেশ দেন । এর নকশা তৈরি করেন স্যার ক্রিষ্টোফার রেন । পৃথিবীর সময়শূন্য স্থান এ গ্রিনউইচ মানমন্দির এবং গ্রিনিচ মান সময় (GMT) তা মেনে নেয়া হয় ১৮৮৪ সালে ।

বাংলাদেশের সময় আন্তর্জাতিক হিসেবে UTC+6।অর্থাৎ আন্তর্জাতিক সময় থেকে ৬ ঘণ্টা এগিয়ে বা বেশি ।উদাহরণ হিসেবে বলা যায় ,লন্ডনে যখন সকাল ৯.৪০ বাংলাদেশে তখন সময় বিকাল ১৫.৪০ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions