'পঞ্চগ্রাম ' উপন্যাস কে লিখেছেন?

A সৈয়দ মুজতবা আলী

B মানিক বন্দ্যোপাধ্যায়

C শওকত আলী

D তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

Solution

Correct Answer: Option D

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথাসাহিত্যিক ছিলেন। তাঁর সর্বশেষ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে রচিত উপন্যাস একটি কালো মেয়ের কথা। 
- চৈতালী ঘূর্ণি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস।
- ধাত্রীদেবতা, গণদেবতা ও পঞ্চগ্রাম তার ত্রয়ী উপন্যাস।
- আরোগ্য নিকেতন, একটি কালো মেয়ের কথা, হাঁসুলী বাঁকের উপকথা ইত্যাদি তাঁর রচিত অন্যান্য উপন্যাস।
- পথের ডাক, দ্বীপান্তর ও দুই পুরুষ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নাটক এবং
- রসকলি, ডাকহরকরা, বেদেনী তাঁর রচিত গল্প।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions