জাতিসংঘের Veto Power সম্পন্ন একমাত্র এশীয় দেশ কোনটি?

A মালদ্বীপ

B ভারত

C চীন

D দক্ষিণ কোরিয়া

Solution

Correct Answer: Option C

» জাতিসংঘের মহাসচিবদের মধ্যে নোবেল পুরস্কার পায়- দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১ সালে) ও কফি আনান (২০০১ সালে)
» জাতিসংঘের Veto Power সম্পন্ন দেশ - এশীয় দেশ ১টি (চীন), ইউরোপের দেশ ৩টি (যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া) এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
» ফ্লাসিং মিডোস - নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘের সভাস্থল।
» জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ- ফিলিস্তিন ও ভ্যাটিকান

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions