নিচের কোন শব্দে স্বাভাবিকভাবেই মূর্ধন্য -ণ হয়?
Solution
Correct Answer: Option B
'নিপুণ' শব্দে স্বভাবতই মূর্ধন্য -ণ হয়। ট -বর্গীয় (ট, ঠ, ড, ঢ) ধধনির আগে দন্ত-ন ব্যবহৃত হয়ে যুক্ত ব্যাঞ্জন গঠিত হলে, সব সময় তা মূর্ধন্য -ণ হয়। যেমনঃ ঘন্টা, কান্ড। ঋ, র, ষ এর পরে স্বরধধনি ষ, য়, ব, হ, ং এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধধনি থাকলে পরবর্তী দন্ত্য-ন মূর্ধন্য -ণ হয়। যেমনঃ হরিণ (র এর পরে ই এবং তার পরে ণ)