'মস্যাধার ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
A মস +আধার
B মৎস +আধার
C মৎস + আঁধার
D মসী +আঁধার
Solution
Correct Answer: Option D
তৎসম স্বরসন্ধির নিয়মানুসারে ই-কার কিংবা ঈ -কারের পর ই ও ঈ ভিন্ন অন্য স্বর থাকলে ই বা ঈ স্থানে 'য' বা য ফলা হয় । য - ফলা লেখার সময় পূর্ববর্তী ব্যাঞ্জনের সাথে লেখা হয় ।
যেমন : মসী +আধার (ঈ +আ =য্ +আ ) মস্যাধার ।