কবি হোমারের ইলিয়ড ও ওডেসি মহাকাব্য থেকে কোন সভ্যতার কথা জানা যায়?
Solution
Correct Answer: Option D
- কবি হোমারের বিখ্যাত মহাকাব্য "ইলিয়ড" ও "ওডেসি" মূলত ট্রোজান যুদ্ধের কাহিনীকে কেন্দ্র করে রচিত।
- এই মহাকাব্যগুলো থেকে খ্রিষ্টপূর্ব প্রায় ১২০০ অব্দের কাছাকাছি সময়ের ঈজিয়ান সাগর অঞ্চলের সভ্যতা সম্পর্কে জানা যায়।
- ঈজিয়ান সভ্যতা (Aegean Civilization) হলো গ্রিস এবং এশিয়া মাইনরের (বর্তমান তুরস্ক) মধ্যবর্তী ঈজিয়ান সাগরকে ঘিরে গড়ে ওঠা ব্রোঞ্জ যুগের কয়েকটি সভ্যতার সমষ্টিগত নাম।
- এর মধ্যে দুটি প্রধান সভ্যতা হলো:
১) মিনোয়ান সভ্যতা (Minoan Civilization): ক্রিট দ্বীপকে কেন্দ্র করে এর বিকাশ ঘটেছিল।
২) মাইসিনিয়ান সভ্যতা (Mycenaean Civilization): এটি গ্রিসের মূল ভূখণ্ডে গড়ে উঠেছিল এবং "ইলিয়ড" ও "ওডেসি"-তে বর্ণিত গ্রিক বীরেরা (যেমন—আগামেমনন, অ্যাকিলিস) এই সভ্যতারই মানুষ ছিলেন বলে মনে করা হয়।
মহাকাব্য দুটিতে বর্ণিত যুদ্ধ, সমাজ ব্যবস্থা, দেব-দেবী, এবং সংস্কৃতির চিত্র মাইসিনিয়ান গ্রিসের জীবনযাত্রার প্রতিফলন ঘটায়। প্রত্নতাত্ত্বিক খননকার্যের মাধ্যমে ট্রয় নগরীর ধ্বংসাবশেষ এবং মাইসিনিয়ান সভ্যতার বিভিন্ন নিদর্শন আবিষ্কৃত হওয়ার পর হোমারের কাহিনীর ঐতিহাসিক ভিত্তি আরও জোরালো হয়।