কবি হোমারের ইলিয়ড ও ওডেসি মহাকাব্য থেকে কোন সভ্যতার কথা জানা যায়?

A গ্রিক

B হিট্রাইট

C ইনকা

D ইউজিয়ান

Solution

Correct Answer: Option D

- কবি হোমারের বিখ্যাত মহাকাব্য "ইলিয়ড" ও "ওডেসি" মূলত ট্রোজান যুদ্ধের কাহিনীকে কেন্দ্র করে রচিত।
- এই মহাকাব্যগুলো থেকে খ্রিষ্টপূর্ব প্রায় ১২০০ অব্দের কাছাকাছি সময়ের ঈজিয়ান সাগর অঞ্চলের সভ্যতা সম্পর্কে জানা যায়।

- ঈজিয়ান সভ্যতা (Aegean Civilization) হলো গ্রিস এবং এশিয়া মাইনরের (বর্তমান তুরস্ক) মধ্যবর্তী ঈজিয়ান সাগরকে ঘিরে গড়ে ওঠা ব্রোঞ্জ যুগের কয়েকটি সভ্যতার সমষ্টিগত নাম।
- এর মধ্যে দুটি প্রধান সভ্যতা হলো:
১) মিনোয়ান সভ্যতা (Minoan Civilization): ক্রিট দ্বীপকে কেন্দ্র করে এর বিকাশ ঘটেছিল।
২) মাইসিনিয়ান সভ্যতা (Mycenaean Civilization): এটি গ্রিসের মূল ভূখণ্ডে গড়ে উঠেছিল এবং "ইলিয়ড" ও "ওডেসি"-তে বর্ণিত গ্রিক বীরেরা (যেমন—আগামেমনন, অ্যাকিলিস) এই সভ্যতারই মানুষ ছিলেন বলে মনে করা হয়।

মহাকাব্য দুটিতে বর্ণিত যুদ্ধ, সমাজ ব্যবস্থা, দেব-দেবী, এবং সংস্কৃতির চিত্র মাইসিনিয়ান গ্রিসের জীবনযাত্রার প্রতিফলন ঘটায়। প্রত্নতাত্ত্বিক খননকার্যের মাধ্যমে ট্রয় নগরীর ধ্বংসাবশেষ এবং মাইসিনিয়ান সভ্যতার বিভিন্ন নিদর্শন আবিষ্কৃত হওয়ার পর হোমারের কাহিনীর ঐতিহাসিক ভিত্তি আরও জোরালো হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions