Solution
Correct Answer: Option B
- জ্যাঁ-জ্যাঁক রুশো ফরাসি বিপ্লবের অন্যতম অগ্রপথিক ও প্রভাবশালী দার্শনিক ছিলেন।
- তিনি ১৭১২ সালে সুইজারল্যান্ডের জেনেভায় জন্মগ্রহণ করেন, তবে জীবনের বড় অংশ তিনি ফ্রান্সে কাটিয়েছেন এবং ফরাসি জ্ঞানালোক আন্দোলনের একজন প্রধান প্রতিনিধি ছিলেন। রুশোর রাজনৈতিক দর্শন ইউরোপজুড়ে আলোকযুগের অগ্রগতিতে ও ফরাসি বিপ্লবের উৎপত্তিতে বিশাল প্রভাব ফেলে।
- তিনি মানুষ জন্মগতভাবে স্বাধীন কিন্তু সমাজের বিভিন্ন নিয়ম-বিধি তাকে শৃঙ্খলিত করে রাখে—এই চিন্তাধারা ফরাসি বিপ্লবের মূলত তার নীতিবাক্য ছিল।
- তাঁর কাজ আধুনিক রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষাগত চিন্তাধারার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
- তাই ফরাসি বিপ্লবের অগ্রপথিক হিসেবে জ্যাঁ-জ্যাঁক রুশোকে বলা হয়।