Solution
Correct Answer: Option D
কামাল আতাতুর্ক বা মোস্তফা কামাল পাশা, অথবা সাধারণভাবে মোস্তফা কামাল আতাতুর্ক, একজন তুর্কি ফিল্ড মার্শাল, বিপ্লবী রাষ্ট্রনায়ক, লেখক এবং তুরস্ক প্রজাতন্ত্রের জাতির জনক, যিনি ১৯২৩ থেকে ১৯৩৮ সালে তাঁর মৃত্যু পর্যন্ত তুরস্কের প্রথম রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব পালন করেন।
বিভিন্ন দেশের স্বাধীনতার আন্দোলনের নেতৃবৃন্দঃ
» বাংলাদেশ - শেখ মুজিবুর রহমান
» ভারত - জওহরলাল নেহেরু,মহাত্মা গান্ধী
» যুক্তরাষ্ট্র - জর্জ ওয়াশিংটন
» ঘানা - কাওয়ামী নক্রমা
» পুর্ব তিমুর - জানানো গুসমাও
» ইন্দোনেশিয়া - আহমদ সুকর্নো
» চীন - মাও সেতুং
» বলিভিয়া - চে গুয়েভার
» জিম্বাবুয়ে - রবার্ট মুগাবে
» রাশিয়া - লেনিন