Solution
Correct Answer: Option C
মানিক বন্দ্যোপাধ্যায় রচিত বিখ্যাত ছোটগল্প 'প্রাগৈতিহাসিক ' এ গল্পের কেন্দ্রীয় চরিত্র ভিখু ও পাঁচি।বসন্তপুরের বৈকুণ্ঠ সাহার গদিতে ডাকাতি করতে গিয়ে ভিখু বর্শার খোঁচায় আহত হয় ।আহত অবস্থায় তার ডাকাতদলের সহযোগী প্লেহাদের বাসায় আশ্রয় নেয় ।প্লেহাদের স্ত্রীর সাথে অশ্লীল আচরণ করায় সেখান থেকে বিতাড়িত হয় এবং প্রতিশোধপরায়ণ হয়ে প্লেহাদের ঘরে আগুন দেয় ।
পরবর্তীতে ভিখু ভিক্ষাবৃত্তিতে নেমে আরেক ভিখারী পাঁচির প্রেমে মত্ত হয় ।প্রেমের বাঁধা হিসেবে পাঁচির স্বামী বসিরকে হত্যা করে পাঁচিকে নিয়ে অচেনা উদ্দেশ্যে পাড়ি জমায়।