২ নিউটন বল কোনো নির্দিষ্ট বস্তুর উপর প্রয়োগ করায় বস্তুটি ৫ মিটার দূরে সরে গেলো। সম্পন্ন কাজের পরিমাণ কত?
A ২০ জুল
B ২০ ওয়াট
C ১০ জুল
D ৩০ ওয়াট
Solution
Correct Answer: Option C
এখানে সম্পন্ন কাজের পরিমাণ নির্ণয় করার জন্য আমরা নিম্নলিখিত সূত্রটি ব্যবহার করতে পারি:
কাজ (W) = বল (F) × দূরত্ব (d)
যেখানে:
বল (F) = ২ নিউটন
দূরত্ব (d) = ৫ মিটার
সুতরাং, সম্পন্ন কাজ (W) = ২ নিউটন × ৫ মিটার = ১০ জুল
সঠিক উত্তর: C) ১০ জুল