জনাব মামুনকে মাসিক মূল বেতনের ৭.৫% বাড়ি ভাড়া দিতে হয় ।বাড়ি ভাড়া কর্তনের পর তিনি মাসে ৩,৬০০ টাকা পান ।তার মাসিক মূল বেতন কত?
A ৩,৮৯৭ টাকা
B ৩,৯২২ টাকা
C ৩,৮৯২ টাকা
D ৪,০৮০ টাকা
Solution
Correct Answer: Option C
বাড়ি ভাড়া ৭.৫% বা ১৫/২% দেওয়ার পর অবশিষ্ট থাকে (১০০- ১৫/২) বা (১৮৫/২)%
প্রশ্নমতে ,
মোট বেতনের (১৮৫/২)% =৩৬০০ টাকা
" " ১% =(৩৬০০×২)/১৮৫ টাকা
" " ১০০% =(৩৬০০×২×১০০)/১৮৫ টাকা
=৩৮৯১.৮৯
≅৩৮৯২ টাকা