'ঠক চাচা 'চরিত্রটি কোন উপনাসে পাওয়া যায় ?

A আলালের ঘরের দুলাল

B হাজার বছর ধরে

C মৃত্যুক্ষুধা

D জোহরা

Solution

Correct Answer: Option A

প্যারীচাঁদ মিত্র রচিত 'আলালের ঘরের দুলাল ' বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ।এটি বাংলা ভাষার প্রথম উপন্যাস ,যা তিনি টেকচাঁদ ঠাকুর নামে ১৮৫৪ সাল থেকে ধারাবাহিকভাবে 'মাসিক 'পত্রিকায় লিখতেন ।এ উপন্যাসের বিখ্যাত চরিত্র -মোকাজান বা ঠক চাচা ।ঠক চাচা চরিত্রটি ধূর্ততা ,বৈষয়িক বুদ্ধি ও প্রাণময়তা নিয়ে এক জীবন্ত চরিত্র । অন্যান্য চরিত্র ঃ ধূর্ত উকিল বটলর ,অর্থলোভী বাঞ্ছারাম ,তোষামোদকারী বক্রেশ্বর ।জহির রায়হান রচিত 'হাজার বছর ধরে ' এর চরিত্র টুনি ,মন্তু ,মকবুল ।কাজী নজরুল ইসলাম রচিত 'মৃত্যুক্ষুধা ' উপন্যাসের চরিত্র গজালের মা ,প্যাকালে ,কুর্শি ,মেজো বয় ।মোহাম্মদ মোজাম্মেল হোক রচিত উপন্যাস "জোহরা' এর কেন্দ্রীয় চরত্র জোহরা ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions