সম্প্রতি চীন কোন সামরিক ঘাটি স্থাপন করে?
Solution
Correct Answer: Option C
দক্ষিণ চীন সাগর পশ্চিম মহাসাগরের একটি প্রান্তিক সাগর ।এর আয়তন প্রায় ৩৫ লক্ষ বর্গ কিমি ।এটি চীনে চায়না সাগর ,ফিলিপাইনে পশ্চিম ফিলিপাইন সাগর এবং ভিয়েতনামে পূর্ব সাগর নামে পরিচিত ।দক্ষিণ চীন সাগরের প্রবাল প্রাচীরের ওপর চীন অসংখ্য কৃত্রিম দ্বীপ তৈরি করে তাতে সামরিক ঘাঁটি স্থাপন করে ।