যে বৃত্তাকার ক্ষেত্রের ব্যাস ২৮ মিটার, আসন্ন বর্গমিটারে তার ক্ষেত্রফল-
A ৩৩০ বর্গমিটার
B ৩৩৬ বর্গমিটার
C ৩৩২ বর্গমিটার
D ৬১৬ বর্গমিটার
Solution
Correct Answer: Option D
ব্যাস = ২৮ মিঃ
ব্যাসার্ধ = ২৮/২ = ১৪ মিঃ
বৃত্তের ক্ষেত্রফল = π x (ব্যাসার্ধ)2 = (২২/৭) x (১৪)২ = ৬১৬ বর্গ মিঃ