Solution
Correct Answer: Option B
- "The boy writes well" বাক্যে "well" শব্দটি একটি adverb (ক্রিয়া বিশেষণ)।
- Adverb হল এমন একটি শব্দ যা verb (ক্রিয়া), adjective (বিশেষণ), অথবা অন্য adverb কে modify করে বা তার সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়।
- এখানে "well" শব্দটি "writes" (verb) কে modify করছে - অর্থাৎ ছেলেটি কীভাবে লেখে তা বর্ণনা করছে।
- "Well" শব্দটি ছেলেটির লেখার মান বা quality সম্পর্কে জানাচ্ছে।