কোন প্রতিষ্ঠান বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয়?

A BREB

B DESCO

C BPDB

D BERC

Solution

Correct Answer: Option D

- বাংলাদেশ বিদ্যুৎ বিভাগের অধীনে দেশে ৬টি বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ও কোম্পানি রয়েছে।
- এগুলো হলো-
- বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি);
- ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিশন কোম্পানি (ডিপিডিসি);
- ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো);
- ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো);
- নর্দার্ন ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (নেসকো) ও
- বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

অন্যদিকে, 
- Bangladesh Energy Regulatory Commission (BERC) বা বাংলাদেশ শক্তি নিয়ন্ত্রক সংস্থা গ্যাস, বিদ্যুৎ ও পেট্রোলিয়াম পণ্য নিয়ন্ত্রণ করে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions