১৮৩৯ থেকে ১৮৪২ পর্যন্ত আফিম যুদ্ধ সংঘটিত হয়েছিল কোন কোন দেশের মধ্যে?
Solution
Correct Answer: Option A
আফিমের যুদ্ধে পরাজয়ের পর ১৮৪২ সালে নানকিং চুক্তির মাধ্যমে হংকং ব্রিটেনের কলনীতে পরিণত হয় । ১৮৯৮ সালে ৯৯ বছরব্যাপী এক ইজারা চুক্তির মাধ্যমে হংকংকে চীনের কাছে ফিরিয়ে দিতে রাজী হয় ব্রিটেন।
এই ইজারা চুক্তির মেয়াদ শেষ হয় ১৯৯৭ সালের ৩০ জুন। ১ জুলাই, ১৯৯৭ হংকং পূণরায় চীনের সাথে একত্রিত হয়।
ক. নানকিং চুক্তির মাধ্যমে হংকং ব্রিটেনের অধীনে চলে যায়।
খ. চীনে আফিম ব্যবসা ব্যাপক আকার ধারণ করে।
গ. চীনের ৫টি বন্দর ব্রিটিশ বণিকদের জন্য উন্মুক্ত করা হয়।
ঘ. চীন একটি আধা-সামন্ততান্ত্রিক, আধা উপনিবেশিক (Semi Fudal, Semi Colonial) রাষ্ট্রে পরিণত হয়।