”ছড়ালে” এর সাধু রূপ-

A ছড়াইলে

B ব্যাপ্তিলে

C ব্যাপ্ত হইলে

D ছড়াইয়া দিলে

Solution

Correct Answer: Option A

- সংস্কৃত ভাষা থেকে উৎপন্ন ভাষাকে সাধু ভাষা হিসেবে অভিহিত করা হয় ।
- সাধুরীতি ব্যাকরণের নির্দিষ্ট ইয়ম অনুসরণ করে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ।
- এ রীতিতে সর্বনাম, ক্রিয়া ও অনুসর্গের পূর্ণরূপ ব্যবহার করা হয় । যেমনঃ আসিয়া (সাধু) > এসে (চলিত); তাহাকে (সাধু) > তাকে (চলিত); অপেক্ষা(সাধু) > চেয়ে (চলিত); ছড়াইলে (সাধু) > ছড়ালে (চলিত)

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions