Solution
Correct Answer: Option C
- পারসেক ইংরেজি parsec হলো মহাজাগতিক দূরত্ব পরিমাপে ব্যবহৃত একটি একক।
- যেসব নক্ষত্রের লম্বন ১ সেকেন্ড তাদের দূরত্ব ১ পারসেক। ১
- পারসেক = ৩.২৬ আলোকবর্ষ।
- রাতের আকাশে আমরা যে সকল নক্ষত্র দেখতে পাই তার বেশীরভাগই সূর্য থেকে ৫০০ পারসেক দূরত্বের মধ্যে অবস্থান করছে