কোম্পানি যখন নিজের শেয়ার নিজেই ক্রয় করে, তখন তাকে কী বলে?
A ট্রেজারি স্টক
B সাধারণ স্টক
C খণ্ডন স্টক
D কমন স্টক
Solution
Correct Answer: Option A
- কোম্পানি যখন নিজের শেয়ার নিজেই ক্রয় করে, তখন তাকে ট্রেজারি স্টক বলে।
- ট্রেজারি স্টক সাধারণত কোম্পানির পূর্বে ইস্যু করা শেয়ার যা বাজারে বিক্রি হওয়ার পর কোম্পানি নিজেই কিনে নেয়।
- এই শেয়ারগুলি কোম্পানির মোট শেয়ারের মধ্যে গণনা হয় না এবং তা পরবর্তীতে আবার বিক্রি বা পুনঃবন্টন করা যেতে পারে।