পর পর দুটি পূর্ণ সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের পার্থক্য ৫৩।
Solution
Correct Answer: Option B
ধরি, সংখ্যা দুটি হলো x এবং x+1।
প্রশ্নমতে,
(x+1)² - x² = ৫৩
=> x² + 2x + 1 - x² = ৫৩
=> 2x + 1 = ৫৩
=> 2x = ৫২
=> x = ২৬
সুতরাং, সংখ্যা দুটি হলো ২৬ এবং ২৭।