Solution
Correct Answer: Option D
- যে দায় এক বছর কিংবা তার কম সময়ের মধ্যে পরিশোধ করতে হয় তাকে চলতি দায় বলে।
- এই সকল দায় কম সময়ের মধ্যে পরিশোধ করতে হয় এবং এর মেয়াদ স্বল্প সময়ের।
- যেমন: বিভিধ পাওনাদার, প্রদেয় বিল, প্রদেয় হিসাব, বকেয়া খরচ, আয়কর সঞ্চিতি, প্রস্তাবিত লভ্যাংশ, অগ্রিম আয়, প্রদেয় মজুরি, প্রদেয় কর ইত্যাদি।