ভারত ও পাকিস্তানের সীমানা লাইনের নাম কী?

A র‍্যাডক্লিফ লাইন

B ম্যাকমোহন লাইন

C হিডেনবার্গ লাইন

D ডুরান্ড লাইন

Solution

Correct Answer: Option A

- র‍্যাডক্লিফ লাইন ব্রিটিশ ভারতের পাঞ্জাব প্রদেশ ও বেঙ্গল প্রেসিডেন্সিকে বিভাজন করে নবগঠিত ভারত ও পাকিস্তানের সীমানা নির্ধারণকারী রেখা।
- ১৮ জুলাই, ১৯৪৭ সালে ব্রিটিশ পার্লামেন্টে ভারত স্বাধীনতা আইন পাশ হওয়ার পর ভারতবর্ষকে ভাগ করে দুটি আলাদা রাষ্ট্র ভারত ও পাকিস্তান এর সীমানা নির্ধারণ করার জন্য ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন সিরিল র‍্যাডক্লিফকে প্রধান করে একটি কমিটি গঠন করেন।
- ১৭ আগস্ট, ১৯৪৭ সালে সিরিল র‍্যাডক্লিফ চূড়ান্তভাবে ভারত-পাকিস্তানকে বিভক্ত করেন।
- স্যার সিরিল র‍্যাডক্লিফ এর পরিকল্পনায় ভারত-পাকিস্তান সীমানা নির্ধারণ করা হয় বলে তার নামানুসারে এ রেখার নামকরণ করা হয় র‍্যাডক্লিফ লাইন।
- বর্তমানে এই রেখাটির পশ্চিমভাগ ভারত- পাকিস্তান, পূর্বভাগ বাংলাদেশ-ভারত ও বাংলাদেশ- মায়ানমার সীমানা চিহ্নিত রেখা হিসেবে পরিচিত।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions