শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম ?

A মিশর

B ইরাক

C ইরান

D থাইল্যান্ড

Solution

Correct Answer: Option D

থাইল্যান্ড কখনো কোন দেশের উপনিবেশ ছিল না ।এ কারণে এর নাম হয়েছে থাইল্যান্ড বা স্বাধীন ভূমি । পূর্বে এটি শ্যামদেশ নামে পরিচিত ছিল .২৩ জুন ১৯৩৯ শ্যামদেশের নাম পরিবর্তন করে 'কিংডম অব থাইল্যান্ড ' রাখা হয় । থাইল্যান্ডকে বলা হয় 'সাদা হাতির 'দেশ।

কিছু দেশের প্রাচীন নামঃ
- চীনে : ক্যাথে
- মিয়ানমারে : বার্মা
- তাইওয়ান : ফরমোজা
- কম্বোডিয়া : কম্পুচিয়া

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions