দুতরফা দাখিলার উৎপত্তিকাল কোনটি?

A ১৪৪৯ খ্রিষ্টাব্দ

B ১৪৯৪ খ্রিষ্টাব্দ

C ১৯৩২ খ্রিষ্টাব্দ

D ১৯৯৪ খ্রিষ্টাব্দ

Solution

Correct Answer: Option B

- ১৪৯৪ সালে ইতালিয়ান গণিতবিদ লুকা প্যাসিওলি গণিতশাস্ত্রে 'সুম্মা ডি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোরসোনিয়েট প্রোপরসনালিটা'র উপর একটি বই লেখেন।
- এই বইয়ের পঞ্চম অধ্যায়ে তিনি হিসাববিজ্ঞানের মূল ভিত্তি দু তরফা দাখিলা পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন।
- এজন্য তাকে আধুনিক হিসাববিজ্ঞানের জনক বলা হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions