কোনটি উৎপাদন ব্যয়ের উপাদান?

A অফিস ভাড়া

B পরোক্ষ কাঁচামাল

C বিজ্ঞাপন ব্যয়

D কু-ঋণ

Solution

Correct Answer: Option B

- কোনো দ্রব্য উৎপাদন করতে গেলে উৎপাদনকারীকে বিভিন্ন উপাদান সংগ্রহ করে সেগুলো ব্যবহার করতে হয়। উপাদানসমূহের উৎপাদন কাজে লাগাতে যে খরচ হয় এটাকে উৎপাদন ব্যয় বলে।
- সাধারণ উৎপাদনের উপাদান ব্যয় ৩টি।
যথা:
১. কাঁচামাল (প্রত্যক্ষ ও পরোক্ষ),
২. শ্রম বা মজুরি (প্রত্যক্ষ ও পরোক্ষ),
৩. অন্যান্য ব্যয় (প্রত্যক্ষ ও পরোক্ষ)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions