মূলধন জাতীয় আয় কোনটি?

A বিজ্ঞাপন ব্যয়

B ঋণের সুদ প্রদান

C বিমা প্রিমিয়াম প্রদান

D ভূমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয়

Solution

Correct Answer: Option D

- যে আয় ব্যবসায়ের স্বাভাবিক কার্যাবলীর মাধ্যমে অর্জিত নয় এবং পুনঃপুন পাওয়া যায় না তাকে মূলধন জাতীয় আয় বলে।
- যেমন- অধিকহারে শেয়ার বিক্রয়লব্ধ আয়, স্থায়ী সম্পত্তির বিক্রয় জনিত মুনাফা, ভূমি ক্রয়ের রেজিস্ট্রেশন ব্যয় ইত্যাদি।
- এ আয় মূলত লাভের সাথে সংশ্লিষ্ট।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions