Solution
Correct Answer: Option B
- যে সকল সম্পত্তি একটি হিসাবকালের অধিক সময়ের জন্য ব্যবহার করা হয়, সেগুলোকে স্থায়ী সম্পত্তি(Fixed Assets) বলে।
- এ ধরনের সম্পত্তি পুনরায় বিক্রয়ের জন্য ক্রয় করা হয় না।
স্থায়ী সম্পত্তি (Fixed Assets):
- আসবাবপত্র (Furniture)
- দালানকোঠা (Building)
- যন্ত্রপাতি (Machinery)
- ভূমি (Land)
- সুনাম (Goodwill)
চলতি সম্পত্তি (Current Assets):
- নগদ টাকা (Cash)
- ব্যাংক জমা (Bank Deposit)
- প্রাপ্য হিসাবসমূহ (Receivables)
- প্রাপ্য আয় (Accrued Income)
- অগ্রিম বীমা (Prepaid Insurance)