নিচের উৎসসমূহের মধ্যে কোনটির অর্থায়নের খরচ সর্বাধিক?

A ডিবেঞ্চার

B বন্ড

C সংরক্ষিত মুনাফা

D সাধারণ শেয়ার

Solution

Correct Answer: Option D

- শেয়ার হলো একটি ডকুমেন্ট যা কোম্পানির আংশিক মালিকানা উপস্থাপন করে।
- সাধারণ শেয়ার হোল্ডারগণই একটি কোম্পানির প্রকৃত মালিক।
- যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোম্পানির সাধারণ শেয়ার ক্রয়ের মাধ্যমে মালিকানা লাভ করে, তবে এরা যে পরিমাণ শেয়ার ধারণ করে সে পরিমাণ অংশের মালিক হয়।
- সাধারণ শেয়ারে অর্থায়নের খরচ সর্বাধিক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions