বাংলাদেশের IAS এর কয়টি মানদন্ড অনুসরণ করা হয় না?
Solution
Correct Answer: Option D
বাংলাদেশে বর্তমানে ২৫টি আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান (International Accounting Standards - IAS) অনুসরণ করা হয়। আগের সময়ে ১২টি মানদণ্ড ব্যবহার করা হতো, তবে এখন মোট ৪১টি IAS মানদণ্ড বিদ্যমান। এর মধ্যে ২৫টি মানদণ্ড ব্যবহৃত হচ্ছে, আর ১৬টি মানদণ্ড এখনো ব্যবহৃত হচ্ছে না বা অব্যবহৃত রয়েছে।