কালান্তিক মজুত পদ্ধতিতে একটি বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে কোন হিসাবটি থাকবে না?
Solution
Correct Answer: Option A
- যে পদ্ধতিতে পণ্যদ্রব্য ক্রয় ও বিক্রয়ের সময় মজুদ পণ্য সম্পর্কিত গণনা সাথে সাথে না করে হিসাব কাল শেষে গণনা করা হয় তাকে কালান্তিক মজুদ পদ্ধতি বলে।
- এখানে বিক্রয়যোগ্য দ্রব্যের ব্যয় থেকে নির্মিত সমাপণী মজুদ পণ্যের ব্যয় বাদ দিয়ে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করা হয়, তাই এ পদ্ধতিতে বিক্রয়কারী কোম্পানির খতিয়ানে বিক্রিত পণ্যের হিসাব থাকে না।