ভাইরাস ও ব্যাকটেরিয়া প্রতিরোধে কোনটি ব্যবহৃত হয় ?

A ফিটকিরি

B টেস্টিং সল্ট

C লবণ

D কোনটি নয়

Solution

Correct Answer: Option A

পটাশিয়াম সালফেট ,অ্যালুমিনিয়াম সালফেটকে চলতি বাংলায় বলা হয় ফিটকিরি ।পটাশিয়াম সালফেট ,অ্যালুমিনিয়াম সালফেট এবং ২৪ অণু পানির মিশ্রণে তৈরি হয় ফিটকিরি ।ভাইরাস ,ব্যাকটেরিয়া ও প্যারাসাইট প্রতিরোধে ফিটকিরি ব্যবহার করা হয় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions