বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কারবার প্রতিষ্ঠান কোনটি?

A একমালিকানা

B যৌথমালিকানা

C অংশীদারি

D সমবায়

Solution

Correct Answer: Option A

- একজন ব্যক্তির মালিকানায় পরিচালিত ব্যবসায়কে এক মালিকানা ব্যবসায় বলে।
- এক মালিকানা পৃথিবীর প্রাচীনতম ব্যবসায় সংগঠন।
- এটি একজন ব্যক্তির মালিকানায় প্রতিষ্ঠিত, পরিচালিত ও নিয়ন্ত্রিত হয়।
- এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় কারবার প্রতিষ্ঠান।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions