ILO এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা কোনটি?
A আন্তর্জাতিক শ্রম সম্মেলন
B গভর্নিং বডি
C সাধারণ পরিষদ
D নির্বাহী কমিটি
Solution
Correct Answer: Option A
- আন্তর্জাতিক শ্রম সম্মেলন (International Labour Conference) হলো ILO-এর সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা।
- এটি প্রতি বছর জেনেভায় অনুষ্ঠিত হয় এবং "শ্রমের আন্তর্জাতিক সংসদ" নামে পরিচিত।
- এই সম্মেলনে ILO-এর সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।