অধ্যাপক অমর্ত্য সেন অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভকরেন কত সালে?
Solution
Correct Answer: Option D
- অধ্যাপক অমর্ত্য সেন ১৯৯৮ সালে অর্থনীতিতে নোবেল স্মারক পুরস্কার (Nobel Memorial Prize in Economic Sciences) লাভ করেন।
- তিনি দারিদ্র্য, দুর্ভিক্ষ, এবং জনকল্যাণ অর্থনীতি নিয়ে গবেষণার জন্য এই পুরস্কার অর্জন করেন।
- তার কাজ বিশেষত "সামাজিক পছন্দ তত্ত্ব" (Social Choice Theory) এবং "মানব উন্নয়ন তত্ত্ব"-এ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে।
- তিনি প্রথম বাঙালি এবং এশিয়ান হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার অর্জন করেন, যা তাকে বিশ্বব্যাপী খ্যাতি এনে দেয়।