CARE এর সদর দপ্তর কোন দেশে অবস্থিত?
A যুক্তরাজ্য
B সুইজারল্যান্ড
C যুক্তরাষ্ট্র
D দক্ষিণ আফ্রিকা
Solution
Correct Answer: Option C
- CARE বা Co-operation for Assistance and Relief Everywhere একটি মানবকল্যাণমূলক সংস্থা।
- এটি ১৯৪৫ সালে প্রতিষ্ঠিত হয়।
- এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের জার্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় অবস্থিত।