যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে?
Solution
Correct Answer: Option A
- যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে দর্পণ বলে।
- দর্পণ প্রধানত দুই প্রকার।
- যথা: সমতল দর্পণ ও গোলীয় দর্পণ।
- গোলীয় দর্পন আবার ২ প্রকার, যথা: উত্তল ও অবতল দর্পণ।
অন্যদিকে,
- দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোন স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।
- আর তিনটি আয়তাকার এবং দুটি ত্রিভুজাকার সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ কোন স্বচ্ছ সমসত্ত্ব মাধ্যম হলো প্রিজম।
- কোন বিন্দু থেকে নিঃসৃত বা আপত আলোক রশ্মি গুচ্ছ কোন একটি তলে পতিত হবার পর প্রতিফলিত হয়ে দ্বিতীয় কোন বিন্দুতে মিলিত হয় তাহলে ঐ দ্বিতীয় বিন্দুকে প্রথম বিন্দুর বিম্ব বলে।