অ্যামাজন বনের মোট আয়তনের ৬০% কোন দেশে অবস্থিত ?
Solution
Correct Answer: Option D
আমাজন বন আমাজন নদীর অববাহিকায় পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বন, যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তর ভাগের ৯টি দেশের অন্তর্ভুক্ত। আমাজন বন ৬০ ভাগ ব্রাজিলে, ১৩ ভাগ পেরুতে এবং বাকী অংশ কলম্বিয়া, ভেনিজুয়েলা, ইকুয়েডর, বলিভিয়া, গায়ানা, সুরিনাম ও ফ্রেন্স গায়ানাতে অবস্থিত। এ বনের আয়তন ৭০ লাখ বর্গকিলোমিটার। পৃথিবীর ২০ভাগ অক্সিজেন আসে এই বন থেকে তাই একে পৃথিবীর ফুসফুস বলা হয়।