Solution
Correct Answer: Option C
» ‘ইঁদুর কপালে' বাগধারার অর্থ নিতান্ত মন্দ ভাগ্য।
» ‘একাদশে বৃহস্পতি' বাগধারার অর্থ সৌভাগ্যের বিষয়; যা পরস্পর বিপরীত অর্থ বহন করে।
» কেউকেটা- সামান্য, গণ্যমান্য ব্যক্তি (নেতিবাচক অর্থে);
» অদৃষ্টের পরিহাস- ভাগ্যের বিড়ম্বনা।