নিচের গুলোর মধ্যে কোনটি সাধারণত সবচেয়ে কম দূরত্বে তথ্য প্রেরণের জন্য ব্যবহৃত হয় ?
A Wimax
B GSM
C WiFi
D Bluetooth
Solution
Correct Answer: Option D
-Bluetooth ডেটা Transfer এর জন্য ব্যবহৃত একটি ওপেন তারবিহীন প্রটোকল। এটি সাধারণত ১০-১০০ মিটারে কাজ সম্পন্ন করতে পারে।
-ডেনমার্কের রাজা Harold Bluetooth এর নামনুসারে ব্লুটুথ নামকরণ করা হয়।
-১৯৯৪ সালে টেলিকম ভেন্ডর এরিকসন Bluetooth উদ্ভাবন করেন।
-এর স্ট্যান্ডার্ড হচ্ছে IEEE 802.15।
-এটি Radio Wave ডেটা ট্রান্সফার করে থাকে। সাধারণত Bandwidth হচ্ছে 1Mbps.