'দুর্গম গিরি' কান্তার মরু ,দুস্তর পারাবার' পংক্তিতে 'কান্তার শব্দের অর্থ কি?

A রাস্তা

B নদী

C বনজঙ্গল

D আকাশ

Solution

Correct Answer: Option C

১৯২৬ সালে কলকাতায় সাম্প্রদায়িক দাঙ্গা ,চিত্তরঞ্জন দাসের মৃত্যু ,সুভাষচন্দ্রের হাজতবাস প্রভৃতি বিষয়কে স্মরণে রেখে দেশের সংকটময় পরিস্থিতে কাজী নজরুল ইসলাম 'কাণ্ডারী হুশিয়ার' কবিতাটি রচনা করেন ।পরবর্তীতে কবিতাটি 'সর্বহারা ' কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয় ।  এ কবিতার বিখ্যাত পঙক্তি -
   দুর্গম গিরি , কান্তার মরু ,দুস্তর পারাবার
 লঙ্ঘিতে হবে রাত্রি -নিশীথে ,যাত্রীরা হুশিয়ার !
দুলিতেছে তরি ,ফুলিতেছে জল ,ভুলিতেছে মাঝি পথ
ছিঁড়িয়াছে পাল ,কে ধরিবে হাল ,আছে কার হিস্মৎ ?

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions