খ্যাতিমান সাহিত্যিক প্রমথ চৌধুরীর ছদ্মনাম কোনটি ?

A নীল লোহিত

B ভানুসিংহ

C বীরবল

D সব্যসাচী

Solution

Correct Answer: Option C

বাংলা সাহিত্যে প্রথম বিদ্রুপাত্নক প্রবন্ধ রচনাকারী,গদ্য সাহিত্যে চলিত রীতির প্রবর্তক, ইতালীয় সনেটের প্রবর্তক হলেন প্রমথ চৌধুরী।
- তিনি কখনো বীরবল কখনো নীললোহিত ছদ্মনাম ব্যবহার করতেন।
♦ তাঁর রচিত প্রবন্ধগ্রন্থঃ
- আমাদের শিক্ষা,
- রায়তের কথা,
- নানাচর্চা,
- আত্মকথা,
- তেল নুন লকড়ি,
- বীরবলের হালখাতা,
- নানাকথা,
- প্রবন্ধসংগ্রহ ইত্যাদি।
♦ তাঁর রচিত গল্পগ্রন্থঃ
- চার ইয়ারী কথা,
- আহুতি,
- নীললোহিত।
♦ সনেট পঞ্চাশৎ ও পদচারণ তাঁর রচিত কাব্যগ্রন্থ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions