Solution
Correct Answer: Option B
কিছু জীববিজ্ঞানের শাখাঃ
- প্রাণিজগতের উৎপত্তি ও বিকাশ/বিবর্তন সম্পর্কিত বিদ্যাকে ইভোলিউশন বলে।
- রেশম পোকা পালন বিষয়ে আলোচনা করা হয় সেরিকালচার শাখায়।
- মৌমাছি পালন বিষয়ে আলোচনা করা হয় এপিকালচার শাখায়।
- পাখি বিষয়ে আলোচনা করা হয় অরনিথোলজিতে।
- ছত্রাকের উৎস, গঠন, বৈশিষ্ট্য ইত্যাদি নিয়ে আলোচনা করা হয় মাইকোলজি (Mycology) শাখায়।