চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে কোন সংস্থা?

A UNIDO

B UNCTAD

C UNEP

D UNESCO

Solution

Correct Answer: Option C

UNEP
- জাতিসংঘের পরিবেশ বিষয়ক কর্মসূচি (UNEP).
- UNEP এর পূর্ণরূপ হলো United Nations Environment Programme।
- এর সদরদপ্তর কেনিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত।
- UNEP ১৯৭২ সালের ৫ জুন প্রতিষ্ঠিত হয়।
- এই তারিখটি স্মরণে প্রতি বছর ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস হিসেবে পালিত হয়।
- সদস্য রাষ্ট্র ১৯৩ টি।
- চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার প্রদান করে UNEP.
- UNEP মাঝে মাঝে ইউএন এনভায়রনমেন্ট বিকল্প নাম ব্যবহার করে।
- UNEP ২০৪০ সালের মধ্যে প্লাস্টিক দূষণ ৮০% কমাতে একটি 'রোডম্যাপ' প্রস্তাব করেছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions