'অভ্র কী-বোর্ড' কে তৈরি করেন?
A মেহেদী হাসান
B জাফরুল হাসান
C মুনীর চৌধুরী
D মাকসুদুল হাসান
Solution
Correct Answer: Option A
- মেহেদী হাসান বাংলাদেশী চিকিৎসক ও প্রোগ্রামার।
- তিনি ২০০৩ সালে ইউনিকোড ও এএনএসআই সমর্থিত বাংলা লেখার বিনামূল্যের ও মুক্ত সফটওয়্যার অভ্র কীবোর্ড তৈরি করেন।
- ২০০৭ সালে অভ্র কী বোর্ড পোর্টেবল এডিশন বিনামূল্যের ব্যবহারের জন্য উন্মুক্ত হয়।