Solution
Correct Answer: Option D
- 'চরমপত্র ' খ্যাত এম আর আখতার মুকুলের আত্মকাহিনী ভিত্তিক উপন্যাস 'আমি বিজয় দেখেছি ' ।
- এটি মূলত বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস নির্ভর কাহিনীর আলোকে রচিত ।
- বইটির অংশ বিশেষ সাপ্তাহিক স্বদেশ পত্রিকায় ৭৭ টি সংখ্যায় 'চরমপত্রের স্মৃতিচারণ ' নামে প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ।
- পরবর্তীতে পুস্তাকারে প্রকাশিত হয় ১৬ ডিসেম্বর ,১৯৮৫ সালে ।
- বইটির কালগত সীমা প্রকৃতপক্ষে ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর হলেও লেখক প্রাসঙ্গিক বিষয়ের অবতারণা করতেই ফিরে গেছেন ব্রিটিশ শাসনামল থেকে শুরু করে দেশ বিভাগ ,বায়ান্নর ভাষা আন্দোলন , যুক্তফ্রন্টের নির্বাচন ,আইয়ুব খানের সামরিক শাসন ,বাষট্টির ছাত্র আন্দোলন ,ছেষট্টির ছয় দফা , আগরতলা ষড়যন্ত্র মামলা , সত্তরের নির্বাচন ,পাকিস্তানি শাসকদের ক্ষমতা হস্তান্তরের টালবাহানা ,৭ মার্চের ভাষণের মাধ্যমে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পুরো প্রেক্ষাপট ,একাত্তর সালে বামপন্থী রাজনীতিবিদদের আচরণ ও রাজনৈতিক আন্দোলন , ২৫ মার্চ থেকে বিজয় পর্যন্ত প্রতিটি ঘটনার নির্মোহ বিশ্লেষণ করেছেন ।