'Friday For Future' কোন ধরনের আন্দোলন?

A ধর্মীয় আন্দোলন

B পরিবেশবাদী আন্দোলন

C শান্তিবাদী আন্দোলন

D গণতান্ত্রিক আন্দোলন

Solution

Correct Answer: Option B

- Fridays for Future আন্দোলনের উদ্যোক্তা মূলত স্কুল পড়ুয়া শিক্ষার্থীরা। এটি পরিবেশবাদী আন্দোলন। 
- আন্দোলনটির উৎপত্তিস্থল সুইডেনে হলেও বর্তমানে তা পুরো ইউরোপ ছড়িয়ে পড়েছে।
- ২০১৮ সালের গ্রীষ্মে সুইডেনের গ্রেটা থুনবের্গ নামের ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রী এই আন্দোলনের সূত্রপাত করে।
- আন্দোলনটির মূলনীতি হলো স্কুলের আগে পরিবেশ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions